বিজ্ঞান ও প্রযুক্তি

টুইটার ও থ্রেডসের মধ্যে রয়েছে যেসব পার্থক্য

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটারের বিকল্প হিসেবে “থ্রেডস” অ্যাপ চালু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) যাত্রা শুরুর পর থেকেই মাইক্রোব্লগিং অ্যাপটিতে হুমড়ি খেয়ে পড়েছেন ব্যবহারকারীরা। সপ্তাহ না গড়াতেই অ্যাপটিতে ১০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, চালুর পরপরই প্রযুক্তি বিশ্বে রীতিমতো তাণ্ডব চালানো মেটার থ্রেডস অ্যাপটি সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ব্যবহারকারী যুক্ত হওয়ার রেকর্ড গড়বে। অ্যাপটি সত্যিই টুইটারের প্রতিদ্বন্দ্বী হবে নাকি, সেটি নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

থ্রেডস উন্মুক্ত হওয়ার এক দিনের মধ্যেই মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ঘোষণা দেয় টুইটার। তাদের দাবি, সাবেক টুইটার কর্মীকে নিয়োগ করে মেটা যে থ্রেডস বানিয়েছে, তা তাদেরই কপিক্যাট। টুইটারের অভিযোগ, তাদের গোপন ব্যবসায়িক তথ্য ও মেধাসত্ত্ব চুরি করেছে মেটা।

এদিকে, দুটোই মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগমাধ্যম হওয়ায় টুইটার ও থ্রেডসের মধ্যে অনেক বিষয়েই মিল রয়েছে। তবে সাদৃশ্য থাকলেও টুইটার ও থ্রেডসের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। চলুন তাহলে টুইটার ও থ্রেডসের মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলো দেখে নিই-

থ্রেডসে পোস্ট এডিট করা যায় না
টুইটারে পোস্ট করা টুইট এডিট (সম্পাদনা) করা গেলেও মেটার থ্রেডসে সেই সুযোগ নেই। ফলে বানান বা ভুল তথ্য থাকলে থ্রেডসে পুরো পোস্টই মুছে ফেলতে হবে। তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, অল্প কয়েকদিনের মধ্যে থ্রেডসেও পোস্ট এডিটের সুযোগ যুক্ত হবে।

থ্রেডসে ওয়েবসাইট নেই
অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টুইটার ব্যবহার করা গেলেও থ্রেডস শুধু অ্যাপের মাধ্যমেই ব্যবহার করা যাবে। থ্রেডস ডটনেট নামের থ্রেডসের ওয়েবসাইট থাকলেও সেখানে শুধু অ্যাপ ডাউনলোড লিংক রয়েছে।

থ্রেডসে সরাসরি মেসেজিং করা যাবে না
টুইটারে সরাসরি বার্তা প্রদানের (ডিরেক্ট মেসেজ বা ডিএম) সুযোগ থাকলেও থ্রেডসে এ সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত বার্তা সরাসরি নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সম্ভব না। কারণ থ্রেডসে ব্যক্তিগতভাবে সরাসরি বার্তা পাঠানোর সুযোগ নেই।

থ্রেডসে হ্যাশট্যাগ নেই
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন যেকোনো বিষয়ে পোস্ট দিতে হ্যাশট্যাগের ব্যবহার করা হয়। টুইটারে হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ থাকলেও থ্রেডসে এখনো এ সুবিধা চালু হয়নি। তবে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করার সুযোগ রয়েছে।

থ্রেডসে ট্রেন্ডিং টপিকস দেখা যাবে না
টুইটারের সর্বাধিক আলোচিত বিষয়গুলো ট্রেন্ডিং টপিকস হিসেবে দেখা গেলেও থ্রেডসে এ সুযোগ নেই। টুইটারের সার্চ বারের নিচে ট্রেন্ডস ফর ইউ–এর নিচে সর্বাধিক আলোচিত সাম্প্রতিক সংবাদ ও ঘটনা দেখা যায়। কিন্তু থ্রেডসে এখনও এ ফিচার যুক্ত হয়নি।

থ্রেডসের পোস্ট এমবেড অসম্ভব
বাইরের কোনো মাধ্যম যেমন ব্লগ বা সংবাদমাধ্যমের ওয়েবসাইটে থ্রেডসের পোস্ট যুক্ত করে দেওয়ার (এমবেডেড) সুযোগ নেই। তবে টুইট বার্তা বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে এমবেড করা যায়।

টুইটার ফিডে রয়েছে ফর ইউ ও ফলোয়িং
টুইটারের নিউজফিডে ফর ইউ ও ফলোয়িং নামের দুটি ভাগ থাকলেও থ্রেডসের ফিডে এমন সুযোগ নেই। কারণ থ্রেডসের এক নিউজফিডেই সব ধরনের পোস্ট দেখা যায়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button