গাজীপুর

নিখোঁজের ৮দিন পর গাছা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিখোঁজের ৮দিন পর গাছার কামারজুড়ি এলাকার একটি পানির ট্যাংকি থেকে ইসমাইল হোসেন(২৪) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার কর হয়েছে।

নিহত ইসমাইল মহানগরের কাথোরা এলাকার সাব্বির হোসেন শহিদের ছেলে। সে ঢাকার ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’ এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জিএমপি’র গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা বলেন, শেরে বাংলা নগর থানা পুলিশের সহযোগীয় কামারজুড়ি এলাকায় পানির ট্যাংকি থেকে ইসমাইল হোসেন মরদেহ উদ্ধার কর হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানা পুলিশ শিহাব নামে একজনকে আটক করেছে।

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, গত ১৬ মে ইসমাইলের পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি জিডি করে। জিডির পর আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করি। এর আগে ইসমাইলের পরিবারের পক্ষ থেকে গাছা থানায়ও একটি জিডি করা হয়েছিল।

তিনি বলেন, গত ৮ দিন খোঁজাখুজি করেও তার পরিবার কোনো সন্ধান পায়নি। পরে আমরা গাছা পুলিশের সহযোগীয় গাছার কামারজুড়ি এলাকায় এক পানির ট্যাংকি থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করি। তবে বিষয়টি তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় এ বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনার রহস্য আমরা অচিরেই উদঘাটন করে বিস্তারিত জানানো হবে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button