খেলাধুলা

জামাল ভূঁইয়ার জন্য ‘চিয়ার্স, জামাল’ লিখে জার্সি রেখে গেছেন মার্টিনেজ

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : সম্প্রতি ঢাকা থেকে ঘুরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় মার্টিনেজের সফর ছিল ১১ ঘণ্টার। এই সফরে সাধারণ দর্শকদের জন্য কোনো ইভেন্ট ছিল না মার্টিনেজের। সোমবার (৩ জুলাই) ভোরে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ঢাকায় এসে পৌঁছান মার্টিনেজ।

সোমবার বিকেলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর শেষে কলকাতায় যান। তিনি যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঠিক প্রায় একই সময়ে ভারত থেকে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শেষে বিমানবন্দরে নামে বাংলাদেশ দল। মার্টিনেজের সঙ্গে দেখা হওযার সুযোগটি তাই হাতছাড়া করতে চাননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই সময় অনেক চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার গোলকিপারের সঙ্গে দেখা করতে। কিন্তু ব্যর্থ হন।

জামালের হয়ে জাতীয় দলের টিম অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মহসিন তাৎক্ষণিক আয়োজকদের অনুরোধ করেও সাড়া পাননি বলে জানা গেছে। দেশের অধিনায়ককে এভাবে হতাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন নেটিজেনদের অনেকেই।

খবরটি শুনেছেন মার্টিনেজও, তবে সেটি কলকাতায় পৌঁছানোর পর। ঢাকা ও কলকাতা শহরে তাকে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকেই খবরটি পেয়েছেন মর্টিনেজ। কিন্তু চাইলেও তো আর তখন জামালের সঙ্গে মার্টিনেজের দেখা করার সুযোগ নেই!

তবে দেখা না হওয়ার আক্ষেপ না ঘুঁচলেও জামাল ভূঁইয়ার মনটা কিছুটা ভালো হতেই পারে। কারণ, জামাল ভূঁইয়ার জন্য নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি রেখে গেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। শুধু অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছাবাণীও আছে। জার্সিতে মার্টিনেজ লিখেছেন, “চিয়ার্স, জামাল।”

সেই জার্সি এখন শতদ্রু দত্তর কাছে। শতদ্রু দত্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

প্রতিবেদনে বলা হয়, শতদ্রু দত্ত দ্রুতই জার্সিটি মার্টিনেজের কাছে পৌঁছে দেবেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button