গাজীপুরের নতুন ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপরদিকে বর্তমান জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে (১৬৩৩৬) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ২৭ তম ব্যাচের কর্মকর্তা ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বর্তমানে উপসচিব পদমর্যাদায় বিদ্যুৎ বিভাগের সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ০৭ মার্চ তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
আরো জানতে….