কালীগঞ্জে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ মিললো পুকুরে

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর মোঃ মাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ মিললো একটি পুকুরে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে বুধবার বিকেল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিলো।
নিহত মাহিম বালুয়াভিটা এলাকার সোয়াইজের ছেলে। সে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকার একটি মাদ্রাসার মকতবে অধ্যয়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ি ফিরলেও সে আসেনি। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে মাহিমের স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করে। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম খান বলেন, শিশু মাহিমের লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো জানতে…
কালীগঞ্জে এক হাফেজের মৃত্যুতে আত্মগোপনে তিন তরুণ, থানায় অভিযোগ