পরিবেশ আইন না মানায় নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠে নেইমারের দেখা নেই। ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলারের মাঠের বাইরের সময়টাও ভালো কাটছে না। কিছুদিন আগেই নেইমারের বিরুদ্ধে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে পরিবেশ আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি টাকারও বেশি।
সোমবার (৩ জুলাই) শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল।
গত জুনের শেষ সপ্তাহে রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিল তারকার বিলাসবহুল সম্পত্তির নির্মাণ প্রকল্পটি পরিবেশগত অনুমোদন ছাড়াই চলছিল বলে জানায় মেয়রের কার্যালয়। একই সঙ্গে নির্মাণ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।
শহরের মেয়র কার্যালয় এক বিবৃতিতে জানায়, মাঙ্গারাটিবা এলাকায় ব্রাজিল তারকা ফুটবলারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই নির্মাণকাজ চলছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রথমে অভিযোগ ওঠে। এরপর তদন্ত করে কর্তৃপক্ষ দেখতে পায় ওই স্থাপনা নির্মাণে পানির স্বাভাবিক গতিপথ ঘুরিয়ে দেওয়া এবং নদী থেকে অবৈধভাবে পানি তোলা হচ্ছিল।
এছাড়া সেখানে অননুমোদিত খনন, পাথর উত্তোলন এবং সমুদ্রসৈকত ব্যবহারেরও প্রমাণ মেলে তদন্তে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, আড়াই একর এলাকার ওই সম্পত্তি ২০১৬ সালে কেনেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা, জিম ইত্যাদি সুবিধা রয়েছে।
গত মার্চে ডান গোড়ালিতে অস্ত্রোপচারের পর ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার এখন মাঠের বাইরে। এ বছরের ফেব্রুয়ারি থেকে তাকে আর মাঠে দেখা যায়নি, তিনি শেষ পর্যন্ত পিএসজিতে থাকবেন কি-না সে বিষয়েও প্রশ্ন উঠেছে।