আলোচিতসারাদেশ

আইনজীবীর বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত কয়েকদিন ধরেই দেশে কাঁচা মরিচের দাম। ইতোমধ্যেই দামের রেকর্ড ভেঙেছে অতীতের যেকোনো সময়ের চেয়ে। কোথাও কোথাও এক হাজার টাকার ওপরে উঠেছে কাঁচা মরিচের দাম।

তাই সবখানেই এখন আলোচনার অন্যতম বিষয় কাঁচা মরিচের দাম। এই আলোচনার মধ্যেই বিয়ের অনুষ্ঠানের কাঁচা মরিচ উপহার দিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন অতিথিরা।

রোববার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে আইনজীবী মাহমুদুর রহমানের বিয়ের বউভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তার এক বন্ধু। এ উপহার নিয়ে আসা এস এম রায়হান বলেন, “দেশে যে হারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।”

বরের চাচা খলিলুর রহমান বলেন, “আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button