গাজীপুরসংবাদ বিজ্ঞপ্তি

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে চলমান ‘গ্রীন ফুয়েল বা পাইরোলাইসিস ফুয়েল’ উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

নাগরী ইউনিয়নের কেটুন গ্রামে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ‘এক্সট্রিম পাইরোলাইসিস ফুয়েল এন্ড প্রা: লি:’ এবং ‘গ্যালান্ট এনার্জি লিমিটেড’ নামে দুটি প্রতিষ্ঠান গ্রীন ফুয়েল বা পাইরোলাইসিস ফুয়েল টায়ার উৎপাদন করে আসছিল। 

মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১২ ধারায় প্রতিষ্ঠান দুটি থেকে দুই লক্ষ জরিমানা আদায় করা হয়।

gazipurkontho

এছাড়াও জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায়  MSM নামক একটি ইট ভাটা থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৪ ও ১৪ ধারায় দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।

জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি ‘জেলা প্রশাসক গাজীপুর’ এ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে।

 

আরো জানতে……

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: এক লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়

কালীগঞ্জে অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করেছে উপজেলা প্রশাসন

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়

 

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button