আন্তর্জাতিক

১৭ সেকেন্ডে বিয়ারের বোতল শেষ করে সমালোচনার মুখে ফরাসি প্রেসিডেন্ট

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরার সামনে ১৭ সেকেন্ডে এক বোতলের সবটুকু বিয়ার শেষ করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার (১৭ জুন) ফ্রান্সের ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করেন তিনি। বিয়ার পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, শনিবার প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টলুই। ভিআইপি গ্যালারিতে বসে ম্যাক্রোঁ খেলা উপভোগ করেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টলুইয়ের ড্রেসিংরুমে হাজির হন ম্যাক্রোঁ। রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদ্‌যাপনে অংশ নেন তিনি। সেই সময় মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ারও পান করেন। সেটিই এখন সমালোচনার জন্ম দিয়েছে।

ড্রেসিংরুমের সেই ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোর হাতে বিয়ারের একটি বোতল। বোতলটি তুলে ধরে তিনি উল্লাস করেন। তারপর একবারে ঢকঢক করে পান করে পুরো বোতল শেষ করে দেন তিনি।

৪৫ বছর বয়সী ম্যাক্রোঁ যখন বিয়ার পান করছিলেন, তখন টলুইয়ের রাগবি দলের সদস্যদের উচ্ছ্বাস-উল্লাস প্রকাশ করতে দেখা যায়। ম্যাক্রোঁ ক্রীড়া অনুরাগী হিসেবে পরিচিত। ফরাসি ক্রীড়া দলের ড্রেসিংরুমে যাওয়াটা তার জন্য নতুন কিছু নয়। তবে এভাবে বিয়ার পান করার বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই।

দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট করে বলেছেন, “রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র।”

যদিও দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, “একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।”

ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট সোমবার একটি বলেন, “স্বাস্থ্যগত আচরণের উদাহরণ স্থাপনের ক্ষেত্রে একজন রোল মডেল হিসেবে প্রেসিডেন্টের একটি দায়-দায়িত্ব রয়েছে।”

ফরাসি চিকিৎসক ও আসক্তি বিশেষজ্ঞ উইলিয়াম লোভেনস্টাইন বলেন, “ক্যামেরার সামনে তিনি (ম্যাক্রো) যা করেছেন, তা ঠিক হয়নি।”

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button