গাজীপুর
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ : মহানগরের তরৎপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২০ বছর। পড়নে ধূসর লুঙ্গি ও সাদা-নীল-সবুজ চেক গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনজার্চ এসআই সুব্রত দাস জানান, তরৎপাড়া এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।