অর্থনীতিআলোচিতজাতীয়

ব্রিকসে যোগ দিতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। গত বুধবার (১৪ জুন) জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার মধ্যে বৈঠকের পরে ওই আবেদন করে বাংলাদেশ।

আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে নতুন সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘হ্যাঁ আমরা আমাদের আগ্রহ প্রকাশ করে জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ‘ফ্রেন্ড অব ব্রিকস’ হিসাবে পরিচিত এবং এ মাসে ব্রিকস ও ফ্রেন্ডস অব ব্রিকসদের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

নিজেদের এবং অন্য দেশগুলোকে সহায়তা করার জন্য ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে ব্রিকস। ওই ব্যাংকের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিক যোগাযোগ শুরু করলে প্রতিষ্ঠা সদস্যদের পর প্রথম দেশ হিসাবে ব্যাংকটিতে যোগ দেয় বাংলাদেশ।

এ বিষয়ে একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে আলোচনায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিষয়টিকে খুব ইতিবাচক হিসাবে অভিহিত করেছেন।

সূত্রটি জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী আগস্ট মাসে ব্রিকসের শীর্ষ সম্মেলনে নতুন সদস্যপদ গ্রহণের বিষয়টি আলোচনা হতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button