গাজীপুর
পূবাইল অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ : পূবাইল ডেমুরপাড়া এলাকা থেকে গলায় লুঙ্গি বাঁধা অজ্ঞাত(২৫) এক তরুণের লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
জিএমপি’র পুবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, পূবাইলের ডেমুরপাড়া এলাকায় পতিত জমিতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। “তার মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া গলায় লুঙ্গি বাঁধা ছিল। আর পাশে মাদক সেবনের সরঞ্জাম পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।