কানাডার সড়কে দুর্ঘটনায় অন্তত ১৫ প্রাণহানি
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি আধা-ট্রেইলার ট্রাক ও বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বাসটি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। খবর দ্য গার্ডিয়ান।
দেশটির ম্যানিটোবা প্রদেশে বৃহস্পতিবার (১৫ জুন) এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের কমান্ডিং অফিসার রব হিল সংবাদ সম্মেলনে বলেন, দিনটিকে ম্যানিটোবা ও কানাডা জুড়ে বিয়োগান্তক ও অবিশ্বাস্য শোকের দিন হিসেবে স্মরণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল দুপুরের কিছুক্ষণ আগে একটি স্থানীয় ক্যাসিনোর দিকে যাচ্ছিল বাসটি। উইনিপেগ থেকে ১০০ মাইল পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডিয়ান হাইওয়েতে আধা-ট্রেইলর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনী।
উভয় গাড়ির চালক বেঁচে গেছেন ও বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের পাশে থাকার ঘোষণা দেন।