গাজীপুর

কালীগঞ্জে ‘সাংবাদিক পরিচয়ে’ এসিল্যান্ডের কাছে ঘুষ দাবি, ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাংবাদিক পরিচয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে ঘুষ দাবির অভিযোগে কথিত ৫ সাংবাদিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনা জেলার সদর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪)। তিনি নিজেকে বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটরের পরিচয় দেন। গাজীপুর মেট্রোপলিটন পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪)। তিনি নিজেকে দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টারের পরিচয় দেন। একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিচয় দেন টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪) ও টঙ্গী এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪)। এ ছাড়াও একই পত্রিকার রিপোর্টার পরিচয় দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দণ্ডপ্রাপ্তরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার সঙ্গে দেখা করেন ঘুষ দাবি করেন। সে সময় তাদের আটকে রেখে বিষয়টি কালীগঞ্জ থানায় অবিহিত করেন সহকারী কমিশনার (ভূমি)। পরবর্তীতে পুলিশের উপস্থিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধির ২৯১ ধারায় কথিত ৫ সাংবাদিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া সংবাদ মাধ্যমকে বলেন, যারা মিডিয়া হাউজের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্নস্থানে এ ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button