বদলি-প্রদায়ন
ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশের ৮ অতিরিক্ত উপমহাপরিদর্শককে ডিআইজি (উপমহাপরিদর্শক) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—রেলওয়ে পুলিশের ডিআইজি পদে চলতি দায়িত্বে থাকা মো. শাহ আলম, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম ও শ্যামল কুমার নাথ, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং এসবি অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে ওই কর্মকর্তাদের।