আন্তর্জাতিক

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০, আহত তিন শতাধিক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা প্রদেশে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় অন্তত ৩০০ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরে কলকাতা থেকে চেন্নাইগামী করোমানদেল এক্সপ্রেস ও বেঙ্গালুরু থেকে কলকাতাগামী অপর একটি ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ ঘটে।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা দেশটির গণমাধ্যমকর্মীদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর খবর পেয়ে ইতোমধ্যেই স্থানীয়দের সঙ্গে সুধাংশু সারাঙ্গির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করেছে উড়িষ্যার ফায়ার সার্ভিস। সেই সঙ্গে স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকেও তৎপর থাকতে বলা হয়েছে।

এছাড়াও ভারতের জাতীয় বিপর্যয় ত্রাণ বাহিনী (এনডিআরএফ) ছাড়াও উড়িষ্যার মিলিয়ে অন্তত ছয় শতাধিক কর্মী আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।

এদিকে, দুর্ঘটানার পরপরই ঘটনাস্থলে অন্তত অর্ধশত অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তবে হতাহতের সংখ্যা এত বেশি যে, সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সেগুলো। উড়িষ্যা রাজ্য প্রশাসনের শীর্ষ সচিব প্রদীপ জেনা এক টুইটবার্তায় জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসতে বিশেষ বাসের ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।

অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এক ক্ষুদেবার্তায় তিনি লিখেছেন ‘উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় মর্মাহত। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button