গাজীপুর
শ্রীপুরে অপহরণের ৬দিন পর অপহৃত শিশুর লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ : শ্রীপুরে অপহরণের ৬দিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুর্লিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফাউগান গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম রাকিন সিকদার (১০)। সে ফাউগান গ্রামের শামীম সিকদারের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শ্রীপুর থানার এসআই শহীদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত ৫ ডিসেম্বর শিশুটি অপহৃত হয়। এ ব্যাপারে তার স্বজনরা থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্বে ঢালু জমিতে স্থানীয়রা শিশুটির লাশ পড়ে থাকতে দেখে শিশুর পরিবার ও থানায় খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।