বিনোদন

হলিউড থেকে পাওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সালমান

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান জীবনের একটা অখণ্ড একটা অধ্যায় পাড়ি দিচ্ছেন। কারো সঙ্গেই বাধেননি ঘর। তবে প্রেমের আখ্যানে সবসময়ই সুপারহিরো এই নায়ক। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

শনিবার (২৭ মে) আবুধাবির ইয়েস আইল্যান্ডে বসছে আইফা অ্যাওয়ার্ডসের নতুন আসরে যোগ দিতে তিনি এখন আবুধাবিতে। সেখানেই এক হলিউডের এক সাংবাদিক তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি তা ফিরিয়ে দেন।

ওই সময় এক নারী সালমান খানের সামনে এগিয়ে আসেন। এরপর বলেন, আমি হলিউড থেকে এসেছি আপনাকে একটি প্রশ্ন করার জন্য। আপনাকে দেখামাত্রই আমি প্রেমে পড়ে গেছি।

এর মধ্যেই সালমান খান বলে ওঠেন, আপনি শাহরুখ খানের ব্যাপারে কথা বলছেন, তাই না? তখন সেই নারী স্পষ্টভাবে বলেন, না, আমি সালমান খানকে নিয়ে বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন?

আচমকা এই প্রস্তাবের বিপরীতে সালমান খান বলেন, “আমার বিয়ের সময় ফুরিয়ে গেছে। আরও ২০ বছর আগে আপনার দেখা করা উচিত ছিল।”

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন সালমান। জানান, সম্পর্কগুলো ভেঙে যাওয়ার পেছনে তিনি নিজেই দায়ী। তা না হলে এতগুলো সম্পর্ক ভাঙতো না। বিয়ে নিয়ে আপাতত ভাবনা নেই অভিনেতার। তবে তার বাবা হওয়ার ইচ্ছে। কিন্তু বিয়ে ছাড়া বাবা হওয়ার বিষয়ে আইনগত জটিলতার কারণে ইচ্ছেটা পূরণ করতে পারছেন না বলে জানান এই তারকা।

সালমান খানের হাতে এই মুহূর্তে একাধিক বড় প্রজেক্ট রয়েছে। এর মধ্যে মূল আকর্ষণ “টাইগার ৩”। এতে তার সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। এছাড়া অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button