পাটজাত মোড়কের ব্যবহার শতভাগ নিশ্চিতকরণের অভিযানে জেলা প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” শতভাগ বাস্তবায়নে লক্ষে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন বাজারে ধান, চাল, গম, ভুট্টা, সার, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া ও আলু মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার শতভাগ নিশ্চিতকরণের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকালে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যাওয়ায় ৩টি দোকানে ৩০০০ করে জরিমানা করা হয়। ছাড়াও দোকানে খোলা অবস্থায় পচা খেজুর বিক্রি করতে দেখা যায় বিধায় সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অপরদিকে খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রিরত দোকানীদের খোলা সেমাই বিক্রি না করতে সাবধান করা হয় এবং প্রত্যেক দোকানে পণ্যতালিকা ঝুলিয়ে রাখতে উদ্বুদ্ধ করা হয়।
সোমবার (২০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক।