গাজীপুর

সিটি নির্বাচন: ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২১ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নিয়োগ পাওয়া ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন- ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শেখ নাজমুন্নাহার, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দীন, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাগীব নূর, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রিফাত আরা সুলতানা, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সিনিয়র, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহমাদুল হাসান খান, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মাহবুবা আক্তার, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ময়মনসিংহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ, ৪৩, ৪৪ ও ৪৫ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত, ৪৬, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান, ৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,মোঃ আরিফুল ইসলাম এবং ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button