গাজীপুর
শ্রীপুরে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল সিএনজি চালকের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের টেপিরবাড়ি বাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল সিএনজি চালিত এক অটোরিকশা চালকের।
রোববার দিবাগত মধ্যে রাতে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মোমিন (৩৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মাওনা চৌরাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে মোমিন বরমীর উদ্দেশে যাচ্ছিল। টেপিরবাড়ি বাজারের পাশে আরএইচ ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোমিনের সিএনজিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমিন।