পূবাইলে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে সাংবাদিকের বাড়িতে ডাকাতদের হানা!

বিশেষ প্রতিনিধি : পূবাইলে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এক সাংবাদিকের বাড়ির ভাড়াটিয়ার ফ্লাটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ডাকাতরা নগদ টাকা ও মোবাইল লুট করেছে।
মঙ্গলবার দিবাগত মধ্য রাতে পূবাইলের নয়ানী পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভাড়াটিয়া সুমন দাস বাদি হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সুমন চন্দ্র দাস ঢাকার উত্তরখান থানার কাঁচকুড়া আমইয়া এলাকার মনরঞ্জন দাসের ছেলে। সে সাংবাদিক আখতার হোসেনের বাড়ির নিচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করে পূবাইল ভূমি অফিস এলাকায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে।
মোহাম্মদ আখতার হোসেন দৈনিক দৈনিক যুগান্তর পত্রিকার পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি এবং পূবাইল প্রেসক্লাব সভাপতি। তিনি ওই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন।
থানায় দায়ের করা অভিযোগ, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মুখে কাপড় বাঁধা দুই যুবক লাঠি দিয়ে বাড়ির চারদিকে থাকা ৯টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে বাড়ির পেছন দিকের সীমানা প্রাচীর পেরিয়ে তারা ভেতরে প্রবেশ করে। এরপর নিচতলার পশ্চিম পাশের ভাড়াটিয়া সুমনের ফ্ল্যাটের জানালার লক ভেঙ্গে দরজার ছিটকিনি সড়িয়ে যুবক বয়সের কয়েকজন ডাকাত একে একে রুমের ভেতরে প্রবেশ করে। তাদের সকলের মুখে কাপড় বাঁধা ছিল। সে সময় ডাকতরা সুমন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র এলোমেলো করে তল্লাশির পর নগদ ৩০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন লুট করে। পরে ডাকতরা সুমনের ফ্ল্যাটসহ নিচ তলার চারটি ফ্ল্যাটের বাহির থেকে দরজা বন্ধ করে পেছন দিকের সীমানা প্রাচীর পেরিয়ে পালিয়ে যায়। এরপর সুমনের ডাক চিৎকার পাশের ফ্ল্যাটের লোকজন নিজেদের দরজা খুলতে না পেরে ফোন করে বাড়ির মালিকসহ দোতলার অন্য ভাড়াটিয়াদের বিষয়টি জানান। পরে দোতলা থেকে সাংবাদিক আখতার হোসেনসহ অন্য ভাড়াটিয়ারা নিচতলায় নেমে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি পূবাইল থানায় জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেন জানান, ঘটনার পর থানায় সংবাদ দেয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। বিকেলে ভাড়াটিয়া সুমন দাস বাদি হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা হবে।
জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।