আলোচিতসারাদেশ

বিটিভি কার্যালয়ে দুদকের অভিযান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) ঢাকার রামপুরা এলাকায় বিটিভির প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, বিটিভির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বিটিভির বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকার বিল দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ এবং অনিয়মের মাধ্যমে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে মূল্যায়ন কমিটির সুপারিশ অগ্রাহ্য করেন।

তিনি আরও জানান, আগের কার্যাদেশ বাতিল করে ফের দরপত্র আহ্বান করার অভিযোগ পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার বিটিভিতে তার কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

শফি উল্লাহ জানান, অভিযানে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ড খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পর্যালোচনা করে দুদক পরবর্তী ব্যবস্থা নেবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button