কালিয়াকৈরে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় এক রশিতে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।
মঙ্গলবার (১৬ মে) সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতারা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া বেহারীপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ (২৩) ও একই থানার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলে আদিল শাহ জসিম ওরফে মনির (২৩)।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় জেনিস জুতা তৈরি কারখানায় চাকরী করতো রিয়াদ ও মনির। ওই কারখানার ৩নং গেটের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থা তাদের দুইজনের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তার আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, নিহত ওই দুই যুবক একসাথে থাকতো, একসাথে খাওয়া দাওয়া করতো, একই কারখানায় চাকরী করতো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।