গাজীপুর
বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাস্তার পাশে ট্রাক থামিয়ে মালপত্র আনলোড করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে মহানগরের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এই ট্রাক চালকের নাম জাবেদ আলী (২৫) । তিনি নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। পরিবার নিয়ে কোনাবাড়ী পারিজাত এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ট্রাক কিনে তা নিজেই চালাতেন।
জিএমপি’র কোনাবাড়ী থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মো. হেলাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে কোনাবাড়ী এলাকায় রাস্তার পাশে ট্রাক থামিয়ে এই ট্রাকচালক মালপত্র আনলোড করছিলেন। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।