কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বসতবাড়িতে বাথরুমের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু।
সোমবার (১৫ মে) বিকেলে বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াভো গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ আলী বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকার আব্দুল ছাত্তারের ছেলে। তিনি স্যানিটারি ও ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঁইয়াভো গ্রামে শাহজাহানের বসতবাড়িতে বাথরুমের সংস্কার ও আধুনিক হাই কমোড বসানোর কাজ করছিল মোহাম্মদ আলী। সে নিজেই স্যানিটারি ও বৈদ্যুতিক ওয়্যারিং (ইলেকট্রিক সংযোগ)-এর কাজ করছিল। সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহাম্মদ আলী হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাথরুমের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর বিষয়টি বাড়ির লোকজনের নজরে এলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, বিকেল ৫টা ৫০ মিনিটে মোহাম্মদ আলী নামে একজনের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সে সময় তার সঙ্গে থাকা বাহকরা জানিয়েছেন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।