চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার আসামি নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম মো. মনসুর (৪০)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) মো.কামরুজ্জামান। তিনি বলেন, একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইয়ের জন্য পিছু নেয় এক ছিনতাইকারী । ওই সময় টহল পুলিশ মনসুরকে বহনকারী গাড়ির পিছু নেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ওই দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে তাঁর কাছে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া যায়, নিহত ব্যক্তি ছিনতাই মামলার আসামি মনসুর। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনার চারটি মামলা রয়েছে।