চাকরি-বাকরি
পিএসসির সদস্য হলেন ডিএমপির সাবেক কমিশনার শফিকুল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাবেক অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মোহা. শফিকুল ইসলামকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে নিয়োগ প্রদান করেছে।
বৃহস্পতিবার (১১ মে )জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, শফিকুল ইসলামকে অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স