রাশিফল

সোমবারের রাশিফল, তারিখ- ২০/৫/২০১৯

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

পরিবারের সঙ্গে সুসম্পর্ক। প্রেমে বিবাদ। দৈনন্দিন কাজগুলি পরিকল্পনা মাফিক নাও হতে পারে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

কঠোর পরিশ্রমের ফল আশানুরূপ নাও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মনমালিন্য। ধর্মে মননিবেশ।

মিথুন: (২২মে – ২১ জুন)

কর্মে শান্ত। অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা। সামাজিক সম্মান বৃদ্ধি। ব্যবসায়ে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

সমস্যা সমাধানে মানসিক শান্তি। শারীরিক দুর্বল থাকায় কাজে সেরাটা দিতে পারবেন না।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

নতুন ব্যবসা শুরু করতে পারেন। কর্মে প্রশংসা। গৃহের পরিবেশ বন্ধুত্বপূর্ণ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ব্যবসায় ঝুঁকি নেওয়ার প্রবণতা। বিশেষ কারণে অধিক পরিশ্রম করতে হতে পারে। প্রেমযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

প্রেম নিয়ে অহেতুক চিন্তিত। কর্ম পরিস্থিতি কঠিন হলেও সফলতা পাবেন। ব্যবসায়ে মিশ্রযোগ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আয়ের কিছুটা অংশ সঞ্চয় হবে। বিদেশে বসবাসকারী ভাইবোন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগে আনন্দ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মযোগে ক্ষোভ প্রকাশ। ভ্রমণের পরিকল্পনা। ব্যবসায়ে শুভ। আয়ের অধিক ব্যয় যোগ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

পরিবারে সুসম্পর্ক। ধার্মিক বিবেচনা। প্রেমযোগ শুভ। ব্যবসায়ে মিশ্রযোগ। কর্মে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মযোগে পরিকল্পনা। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক লেনদেনে শুভ। প্রেম শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কাজের পরিবেশ যথেষ্ট প্রাণবন্ত থাকবে। সন্ধেবেলা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। প্রেম নিয়ে শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button