গাজীপুর

কালীগঞ্জে অর্থ আত্মসাৎ করে পালিয়ে দেশ ছাড়ার প্রস্তুতিকালে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করার দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে পালিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করা মোমেন মোড়লকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) ভোর রাতে ঢাকার উত্তরখান থানার দোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার মোমেন মোড়ল কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে অর্থঋণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানার দণ্ডাদেশে একটি এবং পৃথক আরো চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমেন মোড়ল এলাকায় পোল্ট্রি ফার্মের ব্যবসা করতো। সে সময় মোমেন মোড়ল বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা ঋণ নেয়। এরপর ঋণের অর্থ পরিশোধ না করে সে তা আত্মসাৎ করে। পরবর্তীতে তিনজন ভুক্তভোগী তার বিরুদ্ধে অর্থঋণ আইনে আদালতে পৃথক পাঁচটি মামলা দায়ের করেন। এরমধ্যে ২০১৮ সালের একটি মামলায় তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানার দণ্ডাদেশ দেয় আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে পৃথক আরো চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকেই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সর্বশেষ সে ঢাকার উত্তর খান থানার দোবাদিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালতো। এছাড়াও সম্প্রতি সে দেশ ছেড়ে পালিয়ে দেশ ছেড়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিল।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (১) বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোমেন মোড়লকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সে ঢাকার উত্তর খান থানার দোবাদিয়া এলাকায় বসবাস করে। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে দোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমেন জানিয়েছে গ্রেপ্তার এড়িয়ে সে দেশ ছেড়ে পালিয়ে বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার মোমেনের বিরুদ্ধে একটি সাজা ওয়ারেন্টসহ পাঁচটি ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button