ফেসবুক মেসেঞ্জার থেকে ফাইল-ছবি সব গায়েব!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মেটা প্ল্যাটফর্মসের মেসেঞ্জার অ্যাপে থাকা সব ধরনের ফাইল ও ছবি মুছে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
আউটেজ ডিটেক্টর ওয়েবসাইট ডাউনডিটেক্টটর জানায়, বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে এ ধরনের অভিযোগ আসতে শুরু করে তাদের কাছে।
বলা হচ্ছে, অনেকেই মেসেঞ্জারে শেয়ার করা সব ধরনের ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি হারিয়েছেন। খুঁজে পাচ্ছেন না গ্রুপগুলোতে শেয়ার করা জরুরি ডকুমেন্ট কিংবা অন্যান্য ফাইল।
একই ধরনের অভিযোগ এসেছে ফিলিপাইন থেকেও। ধারণা করা হচ্ছে, কেবল বাংলাদেশেই নয়, বিভিন্ন অঞ্চলে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার কবলে পড়েছেন।
এ বিষয়ে মেসেঞ্জার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে সমাধানের আশ্বাসও মেলেনি।