গাজীপুরসিটি কর্পোরেশন

গাজীপুর সিটির মেয়র পদে আ. লীগের ২ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদে আ. লীগের ২ বিদ্রোহী প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সাধারণ আসনের কাউন্সিলর পদের জন্য ২৯০ প্রার্থী এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮২ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শেষ হলে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

রিটার্নিং কর্মকর্তারদেওয়া তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১২ জন। সাধারণ কাউন্সিলর পদে ৩৪৩ জন মনোনয়নপত্র নিলেও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন ২৯০ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছেন ৮২ জন। মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ হলেও রিটার্নিং কর্মকর্তার কাছে ৩৮৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এছাড়াও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ আল মামুন এবং বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনোনয়ন দাখিল করেছেন।

অপরদিকে মেয়র পদে স্বতন্ত্র অন্য প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান এবং মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button