কালীগঞ্জে এনা বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জের মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, বেলা ১১টার দিকে মূলগাঁও এলাকায় বাইপাস সড়কে টঙ্গীগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক এনা বাস ও চালককে আটক করেছে স্থানীয়রা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।