জর্ডানের এমপিকে আটক করেছে ইসরায়েল
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের পার্লামেন্টের এক সদস্যকে আটক করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র ও স্বর্ণ চোরাচালানির ঘটনায় তাকে আটক করা হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
রোববার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বলা হয়েছে, ইমাদ আল-আদওয়ান নামের জর্ডানের এমপি গতকাল গাড়িতে করে জর্ডান সংলগ্ন প্রধান সীমান্ত পার হন। সেই সময় ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিনান মাজালি বিবৃতিতে এসব মন্তব্য করেছেন।
মাজালি বলেন, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল সংস্থা এই বিষয়ে সকল তথ্য সংগ্রহে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব এটি মোকাবিলা করবে। তিনি আরও বলেছেন, অস্ত্র ও সোনা চোরাচালানির কথিত মামলায় আল-আদওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে আল-আদওয়ানের গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তবে জর্ডান এমপিকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-আদওয়ানকে অধিকৃত পশ্চিম তীরে কিং হুসেইন ব্রিজ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে সরকারিভাবে কোনো মন্তব্য আসেনি।