জাতীয়

স্বাধীনতাবিরোধীরা এলে উন্নয়ন তছনছ হয়ে যাবে: প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সব উন্নয়ন-অগ্রগতি তছনছ হয়ে যাবে। দেশবাসীকে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

শনিবার (২২ এপ্রিল) সকালে সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের মাঝেই আমি পরিবারের স্বজনদের খুঁজে পাই। সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই। দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই। ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই আমার। দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। আমার কাছে প্রধানমন্ত্রীত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।’

তিনি বলেন, জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে ভালো আছে বাংলাদেশ। পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক৷ সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে, সেই দোয়াই করি৷ বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না। ঈদের ছুটিতে শহুরে মানুষ গ্রামে যাওয়ায়, প্রান্তিক জনপদে অর্থপ্রবাহ বাড়বে।

বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুন সন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কিনা! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল। এসব খতিয়ে দেখা হচ্ছে। জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে। তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে৷

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button