পাকিস্তানে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও অপর এক পুলিশ সদস্য আহত হয়েছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের গুটকি জেলার একটি থানায় মঙ্গলবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। ডাকাতেরা থানায় হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
আজ-টিভির রিপোর্টে এ বিষয়ে সিন্ধু পুলিশের বক্তব্য তুলে ধরা হয়েছে। পুলিশ বলেছে: ১২ জন সশস্ত্র ডাকাত গুটকি থানা ঘেরাও করে অতর্কিত আক্রমণ চালায়। ডাকাতেরা এলোপাথাড়ি গুলি করতে থাকলে দুই পুলিশ অফিসার নিহত হয় এবং অন্য একজন অফিসার আহত হয়। পুলিশ আরও জানায়, গুলি করার পরপরই ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে আজ-টিভি’র রিপোর্টে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত সপ্তাহ থেকে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের নির্মূল করতে ব্যাপক অভিযান শুরু করেছে। তার পরই থানায় হামলার এই ঘটনা ঘটলো।