আন্তর্জাতিক

পাকিস্তানে নতুন প্রদেশের ঘোষণা দিলো আইএস

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নতুন একটি প্রদেশের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামকি স্টেট (আইএস)। তবে বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের দলে নতুন লোক টানতে সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। পাকিস্তানী সংবাদ সংস্থা দ্য ন্যাশনাল এমন খবর প্রকাশ করে।

গত বুধবার দুটি বিবৃতির মাধ্যমে নতুন প্রদেশের দাবি তোলে এ জঙ্গি সংগঠনটি। তবে নতুন এই বিবৃতিতে তারা কোন এলাকাকে নিজেদের প্রদেশ দাবি করছে সেটি স্পষ্ট নয়।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান থেকে খোরাসান প্রদেশ যাত্রার ঘোষণা দেয় এ সংগঠনটি। গোটা ভারতীয় উপমহাদেশসহ দক্ষিণ এশিয়াকে খোরাসান হিসেবে চিহ্নিত করে থাকে ইসলামিক স্টেট।

ভারতেও নিজেদের প্রদেশ চালু করার দাবি করে আইএস। সংগঠনটির এধরণের কার্যক্রমের জন্য সম্প্রতি জাতিসংঘ দক্ষিণ এশিয়ায় তাদের সব শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘আইএসের খোরাসান কাজকর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হল। এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে তাদের যাবতীয় সম্পত্তি, অস্ত্র ও রসদের জোগান বাজেয়াপ্ত করা হল। সংগঠনটির জঙ্গিদের যাতায়াতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হল।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button