
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানী ঢাকায় আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টির হতে পারে। তার আগে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে মঙ্গলবার সিলেটে আবারো বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশিদ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ ও আগামীকাল ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।’
সিলেটে কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, ‘খুবই সামান্য বৃষ্টি হতে পারে। এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না।’