মীনের মানসিক চঞ্চলতা, কন্যার ব্যবসায় শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
স্বজন ব্যক্তিদের সঙ্গে বচসা। প্রেম নিয়ে তর্ক। অর্থ সমস্যা না থাকলেও অর্থ ব্যয়ের যোগ আছে। ধার্মিকযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিক অবস্থা শুভ। প্রেমে সমস্যা। পরিবারে ধার্মিক বাতাবরণ। সামাজিক যোগাযোগ বৃদ্ধি। কর্ম শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায়িক সিদ্ধান্তে পরিবারের সহযোিগতা। কর্মযোগ শুভ। পারিবারিক মিলন। প্রেমে বিঘ্ন। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবারের সৎ পরামর্শে সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি। নারীদের জন্য কর্মের সুযোগ আসতে পারে। শিক্ষায় অমনোযোগ।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
অভিজ্ঞ ব্যক্তির দ্বারা কর্মে সাফল্য লাভ। কেনাবেচায় অসতর্কতা। প্রেমে সমস্যা। কর্মে শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দুর্ভোগ ঝামেলার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় শুভ। প্রেম নিয়ে ঝামেলা বাধতে পারে। গৃহে ধার্মিক কাজে মননিবেশ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কর্মে আশা ভঙ্গ। নতুন কর্মের যোগ আসতে পারে। শিক্ষায় বাঁধা। ব্যবসায়ীদের জন্য সময়টা শুভ। প্রেম শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আয়ের পরিমাণ বাড়তে পারে। তবুও অর্থ সমস্যা আপনাকে তাড়িয়ে বেড়াবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে।
ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর)
প্রেমে আশা ভঙ্গ। আত্মীয় প্রিয়জনদের মিলাদ। সন্তানযোগ শুভ। কর্মযোগে অলসতা। ব্যবসায়ে মিশ্রযোগ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ব্যয় করেও মানসিক আনন্দ পাবেন। সন্তানকে নিয়ে চিন্তা। প্রেমে সমস্যা দেখা দেবে। বিলাসি খাদ্যে অর্থ ব্যয়।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় শুভ। কর্মযোগ শুভ। পরিবারে ধার্মিক বাতাবরণ। ভ্রমেণর পরিকল্পনা। প্রেম শুভ। যাত্রাযোগে বাধা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানসিক চঞ্চলতা কাটবে। বাসায় আত্মীয়-পরিজনদের আগমন। গৃহ বা জমি কেনার সংকেত। প্রেম শুভ।