মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতি: মন্ত্রীর একান্ত সচিবসহ গ্রেপ্তার ২
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেশটির মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর একান্ত সচিবসহ দুজন দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হয়েছেন।
মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বিদেশি কর্মীদের নিয়োগের কোটা অনুমোদনের বিষয়ে তদন্তের জন্য মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ভি শিবকুমারের সহযোগীকে বুধবার গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ এপ্রিল) মন্ত্রীর একান্ত সচিবকে গ্রেপ্তার করা হয়। পরে জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) সদর দপ্তরে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তান শ্রী আজম বাকি সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার মন্ত্রীর সহযোগীকে গ্রেপ্তারের এক দিন পরে আরও একজনকে (নারী) গ্রেপ্তার করা হয়েছে।
তবে, সহযোগী ও একান্ত সচিব গ্রেপ্তারের বিষয়ে মানবসম্পদমন্ত্রী শিবকুমারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশটিতে কয়েক মাস ধরে অবস্থান করার পরও কোনো কাজ না দিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছিল শতাধিক বাংলাদেশিকে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। দূতাবাস দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করে সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ কামনা করে।