পাঞ্জাবে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলি, বহু হতাহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের ভাটিন্ডা সামরিক ছাউনিতে গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর বরাতে এনডিটিভি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীর জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া দল অনুসন্ধান চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে।’
তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা সদস্য গুলি চালিয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন তারা।
তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।