কালীগঞ্জে ‘জুয়ার আসর’ থেকে পালাতে গিয়ে যুবকের মৃত্যু!
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে জুয়ার আসরে পুলিশ ধাওয়া দেবে এমন সংবাদ পেয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত শরিফুল ইসলাম পার্শবর্তী কাপাসিয়া উপজেলার কামরা গ্রামের শামসুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের আব্দুল রশিদের ছেলে শরৎ আলী (৪৫) তার বাড়ির পাশের একটি কলা বাগানে জুয়ার আসর বসিয়েছে। ওই আসরে আশপাশের জুয়ারোরা নিয়মিত জুয়া খেলেন। রোববার রাতে জুয়া খেলা চলাকালে আনুমানিক ৯টার দিকে তারা সংবাদ পায় জুয়ার আসরে পুলিশ অভিযান চালাবে। এরপর জুয়ার আসর থেকে সকলে পালিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকে। সে সময় শরিফুল ইসলাম প্রায় ৫০০ ফুট দূরত্বে থাকা স্থানীয় মোফাজ্জলের মুরগির খামার অতিক্রম করে পালানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে সে খামারের নেটে স্পর্শ করা মাত্রই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর রাত ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জুয়ার আসরে পুলিশ আসবে এমন সংবাদ পেয়ে পালাতে গিয়ে শরিফুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
তিনি আরো বলেন, জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরো জানতে……
কালীগঞ্জে রাব্বি হত্যা: সে দিন যা ঘটেছিল, গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন?
কালীগঞ্জ থেকে মিজানুল হককে সরিয়ে ওসি হিসেবে আনিসুর রহমানকে পদায়ন
কালীগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার: রাব্বিকে মারধর করে নদীতে ফেলে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ২ আসামি
কালীগঞ্জে পুলিশের ধাওয়ায় শীতলক্ষ্যায় নিখোঁজ রাব্বির ‘আঘাতপ্রাপ্ত’ লাশ উদ্ধার
কালীগঞ্জে পুলিশের ধাওয়ায় শীতলক্ষায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল