সারাদেশ

বেনাপোলে লাখ লাখ টাকার ভ্রমণ কর ‘জালিয়াতি’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে লাখ লাখ টাকার ভ্রমণ কর ফাঁকি দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি সিন্ডিকেট বেনাপোল চেকপোস্ট এলাকায় ভারতগামী যাত্রীদের জিম্মি করে প্রশাসনের নাকের ডগায় লাখ লাখ টাকার ভ্রমণ কর ফাঁকি দিচ্ছে। এর ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

জানা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যান প্রায় ৫ থেকে ৬ হাজার যাত্রী। এ সময় ল্যান্ডপোর্ট ট্যাক্সসহ প্রতি যাত্রীকে ৫৫২ টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়। যা সাধারণত যাত্রীরা দিয়ে থাকেন তাদের বহনকারী বাসের স্টাফদের মাধ্যমে। কেউ কেউ পরিশোধ করেন অনলাইনে।

অভিযোগ উঠেছে, যাত্রীদের সেই অর্থ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে অসাধু ট্রাভেল এজেন্সি ও পরিবহন শ্রমিকদের একটি সিন্ডিকেট। যাত্রীদের দেওয়া হচ্ছে ভুয়া রশিদ। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। চেকপোস্টে ভিড় থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সেই রশিদ পরীক্ষা করার সুযোগ হয় না।

গত ২৪ মার্চ এই পথে ভারতে যাওয়ার সময় ভ্রমণ ট্যাক্সের জাল রশিদসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত বছরের জুলাইয়ে ট্যাক্স জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ২ পরিবহন শ্রমিককে।

জানা গেছে, বেনাপোল চেকপোস্টে গড়ে ওঠা ট্রাভেল এজেন্সি, কম্পিউটার দোকান থেকে তৈরি করা হয় জাল ভ্রমণ ট্যাক্স রশিদ। বিশেষ করে অনলাইনে যাত্রীদের ভ্রমণ ট্যাক্স পরিশোধ করার নিয়ম চালু হওয়ার পর থেকেই ভ্রমণ কর ফাঁকির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, কিছু সংঘবদ্ধ চক্র আছে যারা যাত্রীদের জিম্মি করে ভ্রমণ করের টাকা আদায় করে কিন্তু সরকারের কোষাগারে জমা দেয় না। এই চক্রের মুলোৎপাটনের জন্য বন্দর থানা, কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ভ্রমণ কর ফাঁকির অভিযোগে তিন দিন আগে বন্দর কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, বেনপোল বন্দর থেকে প্রতি বছর ভ্রমণ কর বাবদ প্রায় শত কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button