গাজীপুর

এমপি চুমকি’র নাম ও ছবি ব্যবহার করে ‘ফেক’ ফেসবুক আইডি, থানায় জিডি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেক ফেসবুক গ্রুপ এবং ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের আপত্তিকর ও হয়রানী মূলক ছবি পোস্ট করে ছড়িয়ে দেয়ার অভিযোগে উঠেছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে গত ২৭ মার্চ কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে {জিডি নম্বর-১২৪৩}।

জিডিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র ভেরিফাইড ফেসবুক পেজ Meher Afroze Chumki MP পরিচালনা করার সময় গত ২৫ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাদীর নজরে আসে মেহের আফরোজ চুমকি এমপি’র নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক গ্রুপ এবং ফেক আইডি খুলে অজ্ঞাত কেউ বিভিন্ন ধরনের আপত্তিকর ও হয়রানি মূলক ছবি পোষ্ট করা হচ্ছে।

মেহের আফরোজ চুমকি এমপি’র নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ফেক ফেসবুক গ্রুপ এবং আইডির লিংক হলো: www.facebook.com/groups/meherafrozechumkimpfansgroup, www.facebook.com/imranuzzaman02,  www.facebook.com/meherafrozechumkifans/, www.facebook.com/unnoyonegazipur

জিডির বাদী মেহের আফরোজ চুমকি এমপি’র ভেরিফাইড ফেসবুক পেজ পরিচালনার দায়িত্বে থাকা মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মহিদুল ইসলামের ছেলে সাদেকুল রহমান (৩২)।

জিডি তদন্তের দায়িত্বে থাকা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, ফেক ফেসবুক আইডি কে বা কারা পরিচালনা করছে তা এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button