মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৫
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অনলাইনে জুয়া পরিচালনা করার অপরাধে স্থানীয় নাগরিক ও বাংলাদেশিসহ ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার কুয়ালালামপুরের ক্লাং শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ (পিক্স) এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকারি বার্তা সংস্থা বারনামা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
মহাপরিচালক জানিয়েছে, আটক ১৫ জনের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক। সিন্ডিকেটটি একটি স্নোকার পার্লারের গোপন কক্ষে জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। সিন্ডিকেটের প্রধান ছিলেন তিনজন ইন্দোনেশিয়ান ও একজন বাংলাদেশি প্রবাসী।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই ইন্দোনেশিয়ান মহিলার কাছে জুয়া খেলার যন্ত্র জব্দ করা হয়। তারা এই যন্ত্র পরিচালনার কাজে কর্মরত ছিলেন। তাদের কোনো বৈধ কাজের ভিসা ছিল না। এছাড়া অভিযানে ছয় বাংলাদেশি, একজন নেপালি এবং একজন ইন্দোনেশিয়ান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে ৪৬টি কম্পিউটার, ৩৭টি পাসপোর্ট এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৪৫০ রিঙ্গিত জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘এই সিন্ডিকেট প্রতি বছর কয়েক কোটি রিঙ্গিত ইনকাম করত। গ্রেপ্তার প্রবাসীদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় ব্যক্তিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটক ১৪ জন প্রবাসীকে ইমিগ্রেশন আইন অনুযায়ী তদন্ত করা হবে।