ঢাকার নতুন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এবং রংপুরে হাবিবুর রহমান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগীয় কমিশনার করা হলো।
একইদিন পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাবিরুল ইসলাম গত বছরের ২৭ জুলাই রংপুর বিভাগের দায়িত্ব পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
এছাড়া রংপুর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগে কর্মরত।