সৌদিতে বাস উল্টে আগুন, হতাহতদের ৩৫ জন বাংলাদেশি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে আগুন ধরে যায়। এতে হতাহতদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে ফেসবুক পোস্টে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘গত রাতে পবিত্র নগরী মক্কা যাওয়ার পথে আসির অঞ্চলের আবহা জেলায় ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস ভয়াবহ দুর্ঘটনায় পড়ে, যার মধ্যে ৩৫ জন বাংলাদেশি রয়েছেন। স্থানটি জেদ্দা থেকে আনুমানিক ৬০০ কিলোমিটার দূরে।’
তিনি আরও বলেন, ‘এই পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে আমাদের জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা ১৮ জন বাংলাদেশিকে শনাক্ত করেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে। আমরা তদারকি করছি। বিস্তারিত পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে। আরিফুজ্জামান, প্রথম সচিব +966538643532 সেই অঞ্চলে আছেন।’
এ ঘটনায় নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের আইন সহকারী (এলে) আজিজ ফরকান। তিনি জানান, বাংলাদেশি ছাড়াও নিহতদের মধ্যে মিসর, সুদান ও ইয়ামেনের নাগরিক রয়েছেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর সঙ্গে সংঘর্ষে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।