একযোগে গাজীপুরের তিন থানার ওসি বদল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : একযোগে কালীগঞ্জ, কাপাসিয়া এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানকে প্রত্যাহার করে লাইন ওয়ার হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় বদলি নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিমকে শ্রীপুর থানার ওসি করে পাঠানো হয়েছে।
এছাড়াও পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এ এইচ এম লুৎফর কবীর দেওয়া হয়েছে কাপাসিয়া থানার ওসির দায়িত্ব।
উল্লেখ্য: পরিদর্শক আনিসুর রহমান ২০২১ সালের ০২ আগষ্ট কালীগঞ্জ থানায়, পরিদর্শক মনিরুজ্জামান ২০২২ সালের ৫ মে শ্রীপুর থানায় এবং পরিদর্শক এ এফ এম নাসিম ২০২১ সালের ২২ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেছিলো।