বিনোদন

রমজানের বিশেষ নাটক ‘পরকাল’

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : রোজা হলো সংযমের মাস। অথচ এ মাস এলেই অনেকেই সংযমী না হয়ে বরং অতিমাত্রায় অসংযমী হয়ে যান। রমজানে গরীব দুঃখী প্রতিবেশীর হক আদায় না করে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং লোক ঠকানো যেন নিয়মে পরিণত হয়েছে তাদের। আবার সেহরি কিংবা ইফতারে এলাহি সব আয়োজনে চলে লোক দেখানো প্রতিযোগিতা। চারপাশের এ অনিয়মগুলো তুলে ধরার গল্প নিয়েই তৈরি হয়েছে মাহে রমজানে বিশেষ নাটক ‘পরকাল’।

টিপু আলম মিলনের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি ও ইলমাসহ অনেকে।

‘পরকাল’ নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষকে ঘিরে। খালেক সাহেবের সংসারে সবকিছু থাকার পরেও সুখ নেই। এর কারণ পরিবারে তিনি এবং বড় ছেলের বউ ছাড়া সবাই বেপরোয়া। রমজান মাসেও কারো মধ্যে যেন শৃঙ্খলা নেই। এ রকম আরো কিছু পরিবার রয়েছে, যারা ইহকালের সুখ শান্তি নিয়ে ব্যস্ত, পরোকাল নিয়ে ভাববার সময় যেন কারো নেই। জীবনযাপনের এই সব বিষয় নিয়েই নাটকের কাহিনি।

নির্মাতা জানান, পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক নাটক ‘পরকাল’ প্রতিদিনের প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টেলিভিশনে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button