মেসিদের শিরোপা উৎসবে বাংলাদেশকে স্মরণ
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : কাতারে রূপকথা রচনা করেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। নিরঙ্কুশ সমর্থন যুগিয়ে লিওনেল মেসিদের ‘থ্রি স্টার’ মিশনের সঙ্গী ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। সময়ে সময়ে এদেশের সাপোর্টারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি থেকে শুরু করে আর্জেন্টিনার সাধারণ মানুষজন। এবার আর্জেন্টিনার শিরোপা উৎসবের অংশ করা হলো বাংলাদেশকে।
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টারদের খবর ফলাও করে প্রচার হয়েছে বিশ্বের সব বড় বড় গণমাধ্যমে। বাংলাদেশিদের ভালোবাসার খবর পৌঁছেছে আর্জেন্টিনার জনগণদের কাছেও। বিশ্বকাপ শেষে খোদ আর্জেন্টাইন সুপারস্টার মেসির মুখে শোনা গিয়েছে বাংলাদেশের নাম। ফুটবল প্রেমের মাধ্যমে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে নতুনভাবে। বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে আর্জেন্টাইন দূতাবাস।
শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে প্রীতি ম্যাচের মোড়কে পানামার বিপক্ষে বিশ্বকাপ শিরোপা উদ্যাপনের ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।
উৎসবমুখর এল মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের পতাকার ডিজাইনে তৈরি বিশেষ জার্সি পরে উপস্থিত হয়েছিলেন আর্জেন্টাইন সাংবাদিক আন্দ্রেস ইয়োনেস। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যারা সবসময় আমাদের পাশে থেকেছেন তাদের জন্য ছোট্ট একটি শ্রদ্ধাঞ্জলি। এটা আপনাদের জন্য, বাংলাদেশি বন্ধুরা।’ বাংলাদেশের লাল-সবুজ পতাকার আদলে তৈরি আন্দ্রেস ইয়োনেসের সেই বিশেষ জার্সিটির পুরো সবুজ রংয়ের। আর বুকের বাঁ পাশে লাল টকটকে সূর্য। আর্জেন্টিনার পতাকার মাঝে সূর্যের আদলে একটি অবয়ব রয়েছে, সেটির ছাপ দেয়া হয়েছে লাল সূর্যের মধ্যে। আর ডান পাশে আর্জেন্টিনার তিন বিশ্বকাপ জয়ের প্রতীক ‘থ্রি স্টার’। জার্সির পেছনে বাংলায় লেখা ‘সবাই একসাথ’ে। সাথের ‘এ কার’কে সঠিক জায়গায় বসাতে না পারলেও বাংলাদেশিদের প্রতি ইয়োনেসের ভালোবাসাটা অতুলনীয়।
বিশ্বকাপ চলাকালেও বাংলাদেশকে নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আন্দ্রেস ইয়োনেস। গত ডিসেম্বের এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘এটা গর্বের বিষয় যে, বাংলাদেশের মতো একটি দেশ আমাদের সমর্থন যুগিয়ে চলেছে। এত ভালোবাসার জন্য আমরা তাদের অনেক ধন্যবাদ জানাই।’ আন্দ্রেস ইয়োনেস বাংলাদেশে সফর করার কথাও জানিয়েছিলেন।